যে জীবনে কোনওদিন সাপ দেখেনি সেই কিনা ধরে ফেললো জ্যান্ত গোখরো সাপ। সৌজন্যো ইউটিউব। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক ব্যক্তির বাড়ির সামনে দেখা যায় ২ফুট লম্বা গোখরো সাপটিকে। এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। কিন্তু স্থানীয় কয়েকজন যুবক মিলে সাপটিকে কোনওরকম আঘাত না করে একটি প্লাস্টিকের জারে ধরে ফেলে।
যে জীবনে কোনওদিন সাপ দেখেনি সেই কিনা ধরে ফেললো জ্যান্ত গোখরো সাপ। সৌজন্যো ইউটিউব। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক ব্যক্তির বাড়ির সামনে দেখা যায় ২ফুট লম্বা গোখরো সাপটিকে। এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। কিন্তু স্থানীয় কয়েকজন যুবক মিলে সাপটিকে কোনওরকম আঘাত না করে একটি প্লাস্টিকের জারে ধরে ফেলে। খবর দেওয়া হয় বনদফতরেও। এরপর সাপটিকে নিয়ে যাওয়া হয় হাবড়া থানায়। ওই যুবক দলের সদস্য ঝন্টু মণ্ডল জানান ইউটিউব দেখেই সাপ ধরার আদব, কায়দা জেনেছেন তিনি।বন দফতরের হেফাজতে আপাতত সুস্থ রয়েছে গোখরোটি।