২৬ মে, বুধবার বঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'যশ' (Yaas)। রীতিমত তান্ডব চালায় ঘূর্ণিঝড়। ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয় বঙ্গের বহু জায়গা। পূর্ব মেদিনীপুরে আগেই জারি হয়েছিল সতর্কতা। সেই মতই দীঘায় সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয় একাধিক এলাকা। জলের তোড়ে সেখানে ভেসে যেতে দেখা যায় গাড়ি। ঘড়ছাড়া হয় সেখানকার বহু মানুষ। জলমগ্ন হয়ে পড়ে নন্দীগ্রামেরও বহু জায়গা। মন্দারমণিতেও ছবিটা ছিল একই। পর্যটক শূণ্য মন্দারমণিতে একাধিক। হোটেলের মধ্যে ঢুকে পড়ে জল। ঝড়ের তান্ডবে ভেঙে পড়ে হোটেলের ছাদ। ঝড়ের পাশাপাশি পূর্ণিমার কারণে উথালপাথাল হয় নদীর জলও। হলদি নদীর জল ঢুকে পড়ে হলদিয়ার একাধিক গ্রামে। বন্যা পরিস্থিতিতে ঘর ছাড়তে হয়। সেখানকার গ্রামের মানুষদেরও। একই ছবি দেখা গিয়েছিল সাগরদ্বীপেও। সাগরের জলে সেখানে ভাসতে দেখা যায় কপিল মুনির আশ্রম। বাধ ভেঙে সাগেরর জলে ভাসতে দেখা যায় ফ্রেজারগঞ্জ, সন্দেশখালিও। যশের প্রভাবে পুরুলিয়ার মত রুক্ষ। জায়গাতে কংসাবতী নদীতেও বান আসে। ভেঙে পড়ে সেখানকার বহু কাঁচা বাড়ি। যশের জেরে ক্ষতিগ্রস্ত বঙ্গের বহু জায়গা।