নিয়োগের দাবিতে কোচবিহারে মিছিল | মিছিল করে ২০১৪ টেট পাশ প্রার্থীরা|
নিয়োগের দাবিতে কোচবিহারে মিছিল | মিছিল করে ২০১৪ টেট পাশ প্রার্থীরা | মিছিল করে প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সামনে বিক্ষোভ করে তারা | মিছিলে তারা নানান শ্লোগান তুলতে থাকে | পাশাপাশি পার্থ চ্যাটার্জির কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তারা | এদিন কোচবিহার শহরে একটি মিছিল করে তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ দপ্তরের সামনে পৌঁছে বৃক্ষ কর্মসূচিতে সামিল হয়েছে ।