মদের দোকানের বাইরে লেখা, 'বাংলা পাওয়া যায়।' আর তা দেখেই চটে আগুন দুর্গাপুর পুরসভার মেয়র। মেয়রের রোষে পড়ে শেষ পর্যন্ত বাংলা 'শব্দ' মুছে তার বদলে 'দেশি' লিখতে বাধ্য হলেন মদের দোকানের মালিক। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তির যুক্তি, মদের নাম হিসেবে 'বাংলা' শব্দটি ব্যবহার করে বাংলা ভাষার অপমান করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা দিয়ে যাচ্ছিলেন মেয়র। তখনই একটি মদের দোকান ও পানশালার বাইরে ওই লেখা তাঁর নজরে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ওই পানশালায় হানা দেন তিনি। দোকানের মালিক এবং কর্মীদের প্রশ্ন করায় তাঁরা জানান, আসলে দেশি মদকে বোঝাতেই 'বাংলা' শব্দটি লেখা হয়েছে। কারণ ক্রেতাদের মধ্যে দেশি মদ বাংলা নামেও পরিচিত। যদিও দোকান মালিকের এই যুক্তি মানতে চাননি মেয়র। তিনি স্পষ্ট জানান, মদের নাম হিসেবে 'বাংলা' শব্দের ব্যবহার করা যাবে না। অবিলম্বে ওই লেখা মুছে দেওয়ার নির্দেশ দেন তিনি।
ওই পানশালার মালিক কেদারনাথ শর্মা অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। মেয়রের নির্দেশের পরেই দ্রুত বাংলা শব্দটি মুছে সেখানে দেশি লেখা হয়। পরে দিলীপবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ওই দোকানে গিয়ে আমি জানতে পারি দেশি মদকে বাংলা বলা হয়েছে। এটা বাংলা ভাষা এবং বাঙালি জাতির অপমান। তাই আমি এর প্রতিবাদ জানিয়েছি।'