বুধবার রাতে আগুন লেগে যায় গেঞ্জির কারখানায়। একই সঙ্গে আগুন লেগে যায় অ্যাপেলো ফার্মেসী -র গোডাউনে। ব্যারাকপুরের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট এলাকায় ঘটনাটি ঘটে। রাত আড়াইটে নাগাদ সেখানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। ২৪ ঘন্টারও বেশি সময় কেটে গেলেও নিভল না সেই আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কাপড় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।