নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিজেপি-র সংকল্প যাত্রায় যোগ দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হল মুকুল রায়কে। তৃণমূলের বিক্ষোভের জেরে সংকল্প যাত্রার রুটও বদলাতে হয়। পাল্টা মুকুলবাবু অভিযোগ করেন, 'লোকসভা নির্বাচনে বাংলার মানুষ যে জনাদেশ দিয়েছেন, তা মানতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই পুলিশ এবং ক্যাডার দিয়ে বাংলার গণতন্ত্রকে হত্যা করছেন তিনি।' তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় পুলিশের ভূমিকাতেও এ দিন ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা। তিনি বলেন, 'পুলিশ তো এখন তৃণমুলের দলদাসে পরিণত হয়েছে। কালকে যখন ক্ষমতার পরিবর্তন হবে, তখন এই পুলিশই সবার আগে দৌড়বে।'