রাজ্যের মধ্যে একটিই পুরসভা দখল করল বামেরা। তাহেরপুরে ৮টি আসনে জয়ী সিপিআইএম। তৃণমূল সেখানে পাঁচটি আসনে জয়লাভ করেছে। এর আগেও সেখানে পুরসভা বামেদের দখলেই ছিল। তাহেরপুরের আকাশে উড়ছে এখন লাল আবির।
রাজ্যের মধ্যে একটিই পুরসভা দখল করল বামেরা (CPIM)। নদীয়ার তাহেরপুর (Taherpur)১৩ আসন বিশিষ্ট পৌরসভায় সিপিআইএম ৮ টি এবং তৃণমূল পাঁচটি আসনে জয়লাভ করে। তাহেরপুর পৌরসভা দখল করে রাজ্যের মধ্যে একটি পৌরসভা দখল করল সিপিআইএম। এর আগের বারেও পৌরসভার ক্ষমতায় ছিল বামেরা। নদিয়া জেলার (Nadia District) তাহিরপুর দীর্ঘদিন ধরেই সিপিআইএম-এর শক্তঘাঁটি হিসাবে পরিচিত এবারও এই পুরসভা গিয়েছে সিপিআইএম-এর দখলে। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি, রবিবার ছিল ১০৮ পুরসভায় ভোট। সেই ভোটের ফল ঘোষণা হল ২ মার্চ, বুধবার। ২ মার্চ ১০৮ পুরসভায় ফল ঘোষণা হয়েছে। ১০৮-এর মধ্যে ১০২টি পুরসভা তৃণণূলের দখলে। এদিন চারপাশে যখন উড়ছে সবুজ আবির তখনই লাল আবির উড়তে দেখা গিয়েছে তাহেরপুরে। তৃণমূলের এই বিপুল জয়ের মধ্যেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল সিপিআইএম। একমাত্র তাহেরপুরেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল তারা। এখানে ১৩টি আসনের মধ্যে ৮টি গিয়েছে সিপিআইএম-এর দখলে।