হেভিওয়েটদের পিছনে ফেলে নতুন দল হামরো-র দখলে শৈলশহর

দার্জিলিং এখন নতুন দল হামরো-র দখলে। হামরোর জয়ের আনন্দে ভাসছে এখন পাহাড়ের মানুষ। মাত্র ছ' মাস আগে গঠিত হয় হামরো পার্টি। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। অজয় এডওয়ার্ড জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ।

দার্জিলিং এখন নতুন দল হামরো-র দখলে। হামরোর জয়ের আনন্দে ভাসছে এখন পাহাড়ের মানুষ। মাত্র ছ' মাস আগে গঠিত হয় হামরো পার্টি। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। অজয় এডওয়ার্ড জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে হামরো পার্টি গঠন করেন। দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হামরো পার্টি। ৪টিতে জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা। অনীক থাপার দল দখল করেছে ৮টি আসন। ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি-জিএনএলএফ জোট কোনও আসনেই জিততে পারেনি। বলা যেতেই পারে গুরুং, বিনয়, অনীত, ঘিসিং, জিম্বাদের থেকে মুখ ফেরালো পাহাড়বাসী। দার্জিলিং পাহাড়ে ফের নতুন রাজনৈতিক দলের আর্বিভাব। মাত্র ছ' মাস আগে গঠিত হওয়া হামরো পার্টি দখল করল দার্জিলিং পুরসভা৷ গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূলের মতো প্রধান দলগুলিকে পিছনে ফেলে দার্জিলিং পুরসভা দখল করে নিল অজয় এডওয়ার্ডের।

06:14বাজেটে কী সত্যিই বঞ্চিত পশ্চিমবঙ্গ? দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী03:12সরস্বতী পুজো প্যান্ডেল পাহারা দিতে আবেদন খোদ পুলিশের, ক্ষোভ উগরে কী বললেন শুভেন্দু02:50হবে না সরস্বতী পুজো? 'পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ' বিস্ফোরক দিলীপ02:25West Bengal News: হুগলিতে ঘটে গেল ভয়াবহ ঘটনা! ঘরে ঢুকতেই আঁতকে উঠলো সবাই, আতঙ্কে গোটা এলাকা04:16‘এবারের বাজেট অত্যন্ত ভালো বাজেট হয়েছে’ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী05:25গ্রেফতার ডি বাপির মালিক অনির্বাণ দাস, ঠিক কী অভিযোগ, দেখুন কী বলছে গোডাউন মালিক01:33‘সাধারণ গরীবদের কথা ভেবে তো বাজেট করে না’ বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের02:11রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুরে এ কী হয়ে গেল! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য গোটা এলাকায়05:30সরস্বতী পুজোতে বাঁধা তৃণমূলের, ক্ষোভ উগরে যা বললেন শুভেন্দু অধিকারী02:29‘অভিষেক সব বড় ইস্যুতে হাওয়া হয়ে যায়’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম খোঁচা শুভেন্দুর