বারাসাত-মধ্যমগ্রামে বিপুল জয় তৃণমূলের। তৃণমূলের জয়ের আনন্দে মেতেছে তৃণমূলের কর্মীরা। মানুষ উন্নয়নের পাশে আছে, বললেন রথীন ঘোষ। 'কোনও নির্দল প্রার্থীকে তৃণমূল নেবে না', রথীন ঘোষ।
বারাসাত-মধ্যমগ্রামে বিপুল জয় তৃণমূলের (Trinamool)। তৃণমূলের জয়ের আনন্দে মেতেছে তৃণমূলের কর্মীরা। মানুষ উন্নয়নের পাশে আছে, বললেন রথীন ঘোষ। 'কোনও নির্দল প্রার্থীকে তৃণমূল নেবে না', রথীন ঘোষ। 'নাগরিক পরিষেবা দিতে পেরেছি বলেই মানুষ আশির্বাদ করেছে'। তৃণমূলের জয় নিয়ে রথীন বললেন, নাগরিকদেরই জয় এটা। প্রসঙ্গত, বাংলার ১০৮ পুরসভা (Municipal Election) ভোটের ফল ঘোষণা ২মার্চ। বুধবার সকাল থেকেই জোর কদমে চলছে ভোট গণনা। ২৭ ফেব্রুয়ারি, রবিবার ছিল এই ১০৮ পুরসভায় ভোট। ভোটকে কেন্দ্র করে সেদিন একিধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসে। ভোটেকে কেন্দ্র করে এমন অশান্তির কারণ হিসাবে তৃণমূলকেই অধিকাংশ জায়গায় কাঠগড়া তোলা হায়। এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। বুধবার তারই ফল ঘোষণা হয়। এদিন সকাল থেকেই এগিয়ে থাকতে দেখা যায় তৃণমূলকে। অধিকাংশ পুরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মোট ১০২টি পুরসভায় জয়ী তৃণমূল।