গত কয়েকমাসে সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় একের পর এক মৎস্যজীবীর প্রানহানির ঘটনা ঘটেছে। আর তার পরেই রাজ্য বনদফতরের বন্যপ্রানী শাখা সহযোগিতায় শনিবার সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হরিখালি থেকে একটি পুরুষ বাঘকে ধরে বন দফতরের কর্মীরা। সেটির গলায় রেডিও কলার বসিয়ে রবিবার বিকেলে সেটিকে পুনরায় একই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মূলত জঙ্গলের মধ্যে বাঘের গতিবিধির উপর নজরদারি চালাতে এই উদ্যোগ নিয়েছে বন দফতরের কর্মীরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা তাপস দাস বলেন, “ সঠিক কি কারণে বাঘ ও মানুষ মুখোমুখি হচ্ছে সেটা জানার চেষ্টা করছি আমরা। আর তাই জঙ্গলে বাঘের গতিবিধির উপর নজরদারি করতে রেডিও কলার পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”