ধামসা মাদলের তালে ও আদিবাসী নৃত্যে শুশুনিয়া পাহাড়ের কোলে বর্ষবরন আদিবাসীদের, স্বাদ নিলেন পর্যটকরা। ধামসা মাদলের বোল আর আদিবাসী গানের কোরাসে পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানালেন আদিবাসী শিল্পীরা।
ধামসা মাদলের তালে ও আদিবাসী নৃত্যে শুশুনিয়া পাহাড়ের কোলে বর্ষবরন আদিবাসীদের, স্বাদ নিলেন পর্যটকরা। ধামসা মাদলের বোল আর আদিবাসী গানের কোরাসে পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানালেন আদিবাসী শিল্পীরা। খোলা আকাশের নীচে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ঘেঁষা শিউলিবনা গ্রামের মানুষ মেতে ওঠেন বর্ষ শেষের 'খেরোয়াল তুকৌ' উৎসবে। এবছরও তার অন্যথা হল না। বর্ষ শেষ ও শুরুর এই উৎসবে ধামসা মাদলের মাদকতায় ডুব দিলেন পর্যটকরাও। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম শুশুনিয়া পাহাড়। সবুজে ঢাকা পাহাড় ও পাহাড়ের তলদেশে ছবির মতো সাজানো আদিবাসী গ্রাম শিউলিবনা। শিউলিবনা গ্রামের আদিবাসী মানুষের কাছে বর্ষবরণ উৎসব তাঁদের সংস্কৃতিরই এক পরম্পরা। আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা ও তাদের লোকসংস্কৃতির ধারা কে বজায় রাখার জন্য স্থানীয় শময়িতা মঠ এর উদ্যোগে আদিবাসী বর্ষবরণ উতসব।