চোর সন্দেহে পিটিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার রায়পুর এলাকায়। মৃতের নাম সাইদুল সেখ (৩৪)। অভিযোগ নওদার কানাপারা এলাকার বাসিন্দা সাইদুল। সেখানকারই একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সে। তারপরেই বাড়ির মালিক সহ প্রতিবেশীরা ধাওয়া করে ধরে ফেলে তাঁকে। তাঁর কোনও কথা না শুনেই সবাই মিলে তাঁকে মারতে শুরু করে। অত্যধিক মারের ফলে মস্তিষ্কের উপরের অংশ থেঁতলে যায় তাঁর। সেই সঙ্গেই পাঁজর ও পিঠের হাড়ও ভেঙে যায়। স্থানীয় পুলিশ খবর পেয়ে উদ্ধার করে তাঁকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে তাঁর। ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করতে ইতিমধ্যেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি।