স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। দুই শিক্ষকের ঝামেলায় রক্তারক্তি কাণ্ড স্কুলে। ঘটনায় উত্তেজনা ছড়ায় দেগঙ্গার বাজিতপুর এমএসকে স্কুলে। গুরুতর জখম অবস্থায় শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। দুই শিক্ষকের মধ্যে টাকা পয়সা নিয়েই ঝামেলা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা পড়াশোনা করতে যায়। আর সেখানেই আরও একবার দুই শিক্ষকের মধ্যে ঝামেলা, এমনকী মারামারির হয় স্কুলের মধ্যেই। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মেরে শিক্ষকের নাক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। দুই শিক্ষকের ঝামেলায় রক্তারক্তি কাণ্ড স্কুলে। ঘটনায় উত্তেজনা ছড়ায় দেগঙ্গার বাজিতপুর এমএসকে স্কুলে। স্কুল শিক্ষকের এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে। গুরুতর জখম অবস্থায় শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। দুই শিক্ষকের মধ্যে টাকা পয়সা নিয়েই ঝামেলা হয় বলে জানা গিয়েছে। শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষকের কাছ থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা পাবেন। সেই টাকা চাইলে তাঁকে টাকা দেননি প্রধান শিক্ষক সেই সঙ্গেই তিনি ছুটে চাইলেও তাঁকে ছুটি না দেওয়ারও অভিযোগ। এই নিয়েই বচসা বাঁধে দুজনের মধ্যে, সেখান থেকেই হাতাহাতি শুরু হয় এবং ওই শিক্ষককে মেরে তাঁর নাক ভেঙে দেন বলে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।