জামাই দেবীপ্রসাদ হাজরা কর্মসূত্রে থাকেন ভিন রাজ্যে। তাই কিন্তু তা বলে কি জামাই ষষ্ঠী থেকে জামাইকে বঞ্চিত করা যায়! তাও আবার বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী। তাই অনলাইনেই জামাই ষষ্ঠীতে জামাইকে আশীর্বাদ করলেন শাশুড়ি ।
বিয়ের কয়েকদিনের মধ্যে কাজের জন্য হরিদ্বার চলে যেতে হয় জামাইকে। এমনকী, বহু চেষ্টা করেও ছুটি পাননি জামাই। তাই শেষমেশ ভিডিও কলিং-এই জামাই ষষ্ঠী সারতে হল। তবে খোদ জামাইয়ের মাথাতেই এই আইডিয়া প্রথম আসে। এদিন জামাইয়ের জন্য আয়োজনেরও খামতি ছিল না। ল্যাপটপের সামনে লুচি, তরকারি, মিষ্টিস পায়েল সমস্ত সাজিয়ে আশীর্বাদ করলেন শাশুড়ি।