বক্সা, ডুয়ার্সের বুকে হিমালয় তরাই-এর এক এলাকা। সেখানে আছে জঙ্গল আর পাহাড়ে ঘেরা দুর্গম রাস্তা। বক্সার পাহাড়ে লোকেদের জন্য শুরু হচ্ছে পালকি অ্যাম্বুল্যান্স। এই বিশেষ উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সহযোগিতায় রয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি এই পালকিতে করেই হাসপাতালে যায় এক মহিলা।
দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা পথ, সেই পথে যায় না কোনও গাড়ি। সেখানকার মানুষ অসুস্থ হলে আগে তাদের নিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল বাঁশে কাপড় ঝুলিয়ে নিয়ে যাওয়া। দুটো বাঁশ আর তার মাঝখানে ঝুলত একটা কাপড় আর তাতে করেই রোগী বা অন্তঃসত্ত্বা বহন করা হত। এখন সেই সব গ্রামের মানুষদের কথা ভেবেই সেখানে চালু হয়েছে পালকি অ্যাম্বুল্যান্স। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের ১১টি পাহাড়ি গ্রামে জরুরি পরিষেবা দেবে এই পালকি অ্যাম্বুল্যান্সে। পাহাড়ের দুর্গম পথে এবার সঙ্কটজনক রোগী থেকে শুরু করে অন্তঃসত্ত্বাদের বহন করবে এই বিশেষ ধরনের অ্যাম্বুল্যান্স। যা কাঁধে করে পালকির মতোই বহন করা হবে। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পরিষেবা শুরু হয়েছে সেখানে। যা ভারতের মধ্যে প্রথম বলেই জানালেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের জেনারেল ম্যানেজার তুষার চক্রবর্তী। তিনি আরও জানান, ইতিমধ্যেই একজন অন্তঃসত্ত্বা মহিলাকে এই অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয় তিনি একটি কন্যা। আগামী দিনে সেখানে আরও অ্যাম্বুল্যান্স চালু হবে বলেও জানালেন তুষার চক্রবর্তী। এই পরিষেবার দ্বারা বহু মানুষ উপকৃত হবে বলেও জানান তিনি। চারজনের পালকি বাহকের কাঁধে ভর করেই চলবে এই পালকি অ্যাম্বুল্যান্স। আর এই অ্যাম্বুল্যান্সে করেই রোগী থেকে অন্তঃসত্ত্বা সকলেই হাসপাতালে পৌঁছিয়ে যাবেন চিকিৎসার জন্য।