পুরুলিয়ার (Purulia) কেলাহি গ্রামে শেয়ালের আতঙ্ক। সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে ১১ জনকে কামড়েছে শেয়ালটি। শেয়ালের আতঙ্ক ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনার খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে বনদফতরকে। শেয়ালটি পূর্ণ বয়স্ক বলে জানাচ্ছেন বন দফতরের কর্মীরা। বুধবার থেকেই বন দফতরের কর্মীরা কেলাহি গ্রামে রয়েছেন। বৃহস্পতিবার সকালেও শেয়ালটিকে মাঠে ঘুরে বেড়াতে দেখা যায়। পাড়া রেঞ্জের বিট অফিসার সেক নিজামুদ্দিন জানান, শেয়ালের আক্রমণের খবর পাওয়ার পর দশ জন বন দফতরের কর্মীদের নিয়ে তিনি নিয়ে ঘটনাস্থলে যান। যদিও শিয়ালটি তাদের দেখে জঙ্গলের মধ্যে ঢুকে যায়।
পুরুলিয়ার (Purulia) কেলাহি গ্রামে শেয়ালের আতঙ্ক। সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে ১১ জনকে কামড়েছে শেয়ালটি। শেয়ালের আতঙ্ক ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনার খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে বনদফতরকে। শেয়ালটি পূর্ণ বয়স্ক বলে জানাচ্ছেন বন দফতরের কর্মীরা। বুধবার থেকেই বন দফতরের কর্মীরা কেলাহি গ্রামে রয়েছেন। বৃহস্পতিবার সকালেও শেয়ালটিকে মাঠে ঘুরে বেড়াতে দেখা যায়। পাড়া রেঞ্জের বিট অফিসার সেক নিজামুদ্দিন জানান, শেয়ালের আক্রমণের খবর পাওয়ার পর দশ জন বন দফতরের কর্মীদের নিয়ে তিনি নিয়ে ঘটনাস্থলে যান। যদিও শিয়ালটি তাদের দেখে জঙ্গলের মধ্যে ঢুকে যায়।