বাংলায় শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে শুরু হয় এই রথ যাত্রা। জেপি নাড্ডার হাত ধরে শুরু হয় এই যাত্রা। ৯ তারিখ সেই রথই দেখা যায় তারাপিঠে। তারা মায়ের কাছে পুজো দিয়ে রথ যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার সেই রথই দেখা গেল গ্রামের পথে। গ্রামের পথ দিয়ে এগিয়ে চলেছে পরিবর্তনের রথ। ভিডিওতে ধরা পড়ল সেই ছবি।