রাস্তার উপরে ফেলে একে অপরকে মার। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ানক ভিডিও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই ঘটনা। আগরওয়াল পরিবারের শরিকি বিবাদ। বহু বছর ধরে জমি-র দখলদারিতে মোকাদ্দমা। সেই নিয়ে একে অপরের উপরে আক্রমণ। এবার সব লাজ-লজ্জার মাথা খেল এই পরিবার। দুই পরিবারের প্রৌঢ়রাও জড়ালেন মারপিটে। জোয়ান ছেলের হাত মার খেল এক প্রৌঢ়া। পাল্টা তরুণীর মারে রাস্তায় চিৎপটাং প্রতিপক্ষ। দুই পরিবারই এফআইআর দায়ের করেছে।