জুনপুটের পর এবার শৌলায় ফের ট্রলার ডুবে গেল। ভয়ঙ্কর ট্রলার ডুবির ঘটনা মোবাইল বন্দি করলো অন্য ট্রলারের মাঝি। মা মহেশ্বরী নামে ট্রলারটি ডুবে গেল বঙ্গোপসাগরে। ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করলো অন্য একটি ট্রলার। ট্রলার ডুবির ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে। উত্তাল সমুদ্রে ইঞ্জিন বন্ধ হয়ে জল ধুকতে থাকে ট্রলারে। পাশে থাকা আর একটি ট্রলার তাদের উদ্ধারে এগিয়ে আসে। মৎস্যজীবীরা প্রানে বাঁচলেও আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের
ভয়ঙ্কর ট্রলার ডুবির ঘটনা মোবাইল বন্দি করলো অন্য ট্রলারের মাঝি। মা মহেশ্বরী নামে ট্রলারটি ডুবে গেল বঙ্গোপসাগরে। ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করলো অন্য একটি ট্রলার। ট্রলার ডুবির ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে। উত্তাল সমুদ্রে ইঞ্জিন বন্ধ হয়ে জল ধুকতে থাকে ট্রলারে। পাশে থাকা আর একটি ট্রলার তাদের উদ্ধারে এগিয়ে আসে। মৎস্যজীবীরা প্রানে বাঁচলেও আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের।