কোথাও পাল্টা বিক্ষোভ, কোথাও আবার অবরোধ। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে এভাবেই পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করলেন রোগী এবং তাঁদের আত্মীয়রা। চিকিৎসকদের কর্মবিরতির জেরে এ দিনও বন্ধ ছিল বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজগুলিতেও হয়রানির ছবিটা একই রকম ছিল।
শেষ পর্যন্ত রোগী এবং তাঁদের আত্মীয়দের ধৈর্যের বাঁধ ভাঙে শুক্রবার সকালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে আউটডোর খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাঁদের পরিজনরা। পুলিশের সঙ্গে বচসা এবা ধস্তাধস্তিতেও জড়ান তাঁরা। পাল্টা আন্দোলনরত চিকিৎসকরাও স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজেও সকাল থেকেই চিকিৎসা পাওয়ার অপেক্ষায় ছিলেন হাজার হাজার রোগী এবং তাঁদের বাড়ির লোক। কিন্তু আউটডোর বিভাগে ঝাঁপ খোলেনি। একসময়ে রোগীরা আউটডোর চালুর দাবিতে হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করেন। তাতেও অবশ্য কাজের কাজ হয়নি।