Nabanna festival: নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে পিলখুরি গ্রামে অসুস্থ শতাধিক

নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। পূববর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা। 
 

নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। পূববর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার নবান্ন উৎসব ছিল। সেই উপলক্ষে শতাধিক মানুষের সমাগম হয় গ্রামে। গ্রামের মনসা মন্দিরে নবান্নের পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এরপর থেকেই একে একে ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় শতাধিক গ্রামবাসী অসুস্থ হতে শুরু করে। পূর্ববর্ধমান জেলাপরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান,অসুস্থতার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়।গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। গ্রামে যান প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ১২ জন বর্ধমান হাসপাতালে ভর্তি আছেন তাদের  চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা06:33আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন অগ্নিমিত্রা05:14জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন শুভেন্দু04:51Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের