শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহুর্তে রাজ্য রাজনীতি সরগরম। বেশ কয়েকমাস ধরে শুভেন্দু অধিকারী কে নিয়ে শুরু হয়েছে জল্পনা। একের পর এক জেলায় দেখা যাচ্ছে তাঁর পোস্টার। এবার সেই দাদার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেলেন দাদার অনুগামীরা। একেবারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে তাঁর জন্মদিবনে রক্তদান কর্মসূচী দাদার অনুগামীদের। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে এই রক্তদান। দিনভর চলবে রক্তদানের এই পর্ব। এই রক্তদান শিবিরের আয়োজকরা জানিয়েছেন, আজ দাদার জন্মদিন আর অন্যদিকে থ্যালাসেমিয়া দিবস তাই রক্তের তাই সাধারণ মানুষের কথা ভেবেই তাদের এই আয়োজন।