শনিবার রয়েছে আরও এক কোটাল। যার জেরে জলমগ্ন হতে পারে উপকূলবর্তী এলাকা। সেই উপকূলবর্তী এলাকা থেকেই সরানো হচ্ছে মানুষজনকে। সেই সমস্ত এলাকাই ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার সকাল থেকেই সাগর, নামখানা, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা -র একাধিক উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরানোর ব্যবস্থা শুরু করে প্রশাসন। শুক্রবার সকালে সুুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নদীপথে বাঁধ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন সাগরের বিডিও, গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ ও সেচ দপ্তরের আধিকারিকরাও।