বিধানসভা ভোটের আগে দল ছাড়ায় হিড়িক লেগেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তৃণমূলে যে ভাঙন ধরেছে তা বেশ স্পষ্ট। নেতা থেকে মন্ত্রী সকলেই তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। বুধবার আবারও দেখা গেল সেই ছবি। নদিয়ার রানাঘাটে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। সেই মঞ্চেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাগ। বিজেপিতে যোগদিলেন প্রায় শতাধিক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পতাকা তুলে দেন পার্থসারথি চট্টোপাধ্যায়।