দুর্গাপুরে মাটির তলা থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। সেই সঙ্গে পুড়ে যাচ্ছে গাছ আর মাটিতেও ধরছে ফাটল। ঘটনাটি ঘটে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বি.ও.জি.এল টাউন শিপের ঠিক বিপরীতে থাকা রাস্তার ধারে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রথম একবার বিকট শব্দ হয়। পরে তাঁরা সেখানে গিয়ে দেখতে পান গাছ পুড়ে গিয়েছে ও মাটিতেও ফাটল ধরেছে। ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পরপর দুই বার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। পুড়ে যায় সব্জি চষের মাঠের বেশ কিছুটা অংশ। আতঙ্কিত মানুষজন কর্তব্যরত সিভিক পুলিশকে জানায় সেই কথা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে বুঝতে পারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে গাছ ঠেকেই ঘটছে এমনটা। পরে পুলিশই বিদ্যুৎ কর্মীদের খবর দিলে, তারা এসে ঠিক করে দিয়ে যায়।