করোনাকে উপেক্ষা করে বড়দিনের ভিড় নবদ্বীপ-মায়াপুরে। করোনায় দীর্ঘদিন ঘর বন্দি ছিল মানুষ। এবার সেই ভয় কাটিয়েই বেরিয়ে পড়েছে অনেকেই। বছরের শেষের কটা দিন চুটিয়ে উপভোগ করছে সকলে। এই বড়দিন উপভোগ করতেই পর্যটকদের ভিড় মায়াপুরে। শীতের রোদ গায়ে মেখেই বড়দিনের আনন্দে মাতল সকলে। তবে করোনার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ছিল সেখানে। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দু থেকে আড়াই হাজার বহিরাগত ভক্তরা এসেছেন। তবে মন্দির চত্বরে করোনা পরিস্থিতির কথা ভেবে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।