সিএবি-র প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্য জুড়ে। বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনার আমডাঙার সোনারডাঙা। এখানেও সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তবে এখানে আন্দোলনের মাঝেই পিকনিক শুরু করে দেন সকলে। একে ডিসেম্বর মাস, তারউপর রবিবার। তাই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর আগুন জেলে শুরু হয় রান্না-বান্না।
সিএবি-র প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্য জুড়ে। বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনার আমডাঙার সোনারডাঙা। এখানেও সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তবে এখানে আন্দোলনের মাঝেই পিকনিক শুরু করে দেন সকলে। একে ডিসেম্বর মাস, তারউপর রবিবার। তাই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর আগুন জেলে শুরু হয় রান্না-বান্না। ঠিক যেন রথ দেখা আর কলা বেঁচা। পিকনিকের মেনু ছিল মটন বিরিয়ানি ও চিকেন চাপ। পথ অবরোধের জেরে আটকে পরা যাত্রীদেরও খাবার পরিবেশন করেন আন্দোলনকারীরা। সুস্বাদু বিরিয়ানি চেখে দেখতে আন্দোলনকারীদের ভিড়ে জুটেছিল অনেক উৎসাহী মানুষও।