এরাজ্যে ভোটে হিংসার ঘটনা আকছার যখন ঘটছে সেখানে দৃষ্টান্ত স্থাপন করল কালিয়াগঞ্জ। বৃহস্পতিবার উপনির্বাচনের ফল বের হয়েছে এই কেন্দ্রে, জিতেছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। পরাজয় বুঝতে পেরেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। জয় নিশ্চিত বুঝতে পেরে তখন সেলিব্রেশনে মেতেছেন তৃণমূলকর্মীরা। স্বভাবতই সেই ভিড়ের সামনে অপ্রস্তুত হয়ে পড়েন বিজেপি প্রার্থী। কিন্তু তাঁকে ব্যারিকেড করে ভিড় থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন খোদ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল। রাজনৈতিক সৌহার্দ্যের এই ঘটনা বর্তমান সময়ে সত্যিই বিরল।
এরাজ্যে ভোটে হিংসার ঘটনা আকছার যখন ঘটছে সেখানে দৃষ্টান্ত স্থাপন করল কালিয়াগঞ্জ। বৃহস্পতিবার উপনির্বাচনের ফল বের হয়েছে এই কেন্দ্রে, জিতেছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। পরাজয় বুঝতে পেরেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। জয় নিশ্চিত বুঝতে পেরে তখন সেলিব্রেশনে মেতেছেন তৃণমূলকর্মীরা। স্বভাবতই সেই ভিড়ের সামনে অপ্রস্তুত হয়ে পড়েন বিজেপি প্রার্থী। কিন্তু তাঁকে ব্যারিকেড করে ভিড় থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন খোদ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল। রাজনৈতিক সৌহার্দ্যের এই ঘটনা বর্তমান সময়ে সত্যিই বিরল।