Gangasagar Mela: কোভিড বিধিনিষেধ শিকেয় তুলে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের স্নান

করোনা বিধি মেনেই হচ্ছে এবারের গঙ্গাসাগর। গঙ্গাসাগরে এবার রয়েছে বিশেষ কড়াকড়িও। গঙ্গাসাগরে পূণ্যার্থীদের স্নানে রয়েছে বিধিনিষেধ। বিধিনিষেধ উড়িয়ে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের স্নান চলছে। বৃহস্পতিবার ভোর থেকেই সেখানে দেখা গেল এমনই ছবি। 

গঙ্গাসাগর মেলা হবে কী না তা নিয়ে প্রথম থেকেই অনিশ্চয়তার মুখে ছিলেন সকলে। পরে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কোভিড বিধি মানা হচ্ছে কী না তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। প্রথমে গঠন করা হয় ৩ সদস্যের কমিটি। পরে অবশ্য ৩ সদস্যের কমিটি বাতিল করে ২ সদস্যের কমিটি তৈরি হয়। এছাড়াও কলকাতা হাইকোর্ট জানায় করোনা বিধি যা যা জারি রয়েছে, সেই সব মেনে মেলার আয়োজন করতে হবে। সেই সঙ্গে এক সঙ্গে ৫০ জনের বেশি মেলায় থাকতে পারবেন না। তবে মেলা শুরু হতে না হতেই সেখানে বাড়ছে ভিড়। স্নানের উপর বিধিনিষেধ থাকলেও ভোর থেকেই এদিন গঙ্গাসাগর প্রাঙ্গণে স্নান করছেন পুণ্যার্থীরা। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ১ ও ২ নম্বর ঘাটে সেভাবে লোক সমাগম না থাকলেও তিন, চার, পাঁচ নম্বর ঘাটে ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা। স্নান ও করছেন। সমুদ্র সৈকতে পুলিশ প্রশাসনের নজরদারি থাকলেও স্নানে বাধা দিতে বিশেষ কাউকে দেখা যায়নি।

07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর