কিসান মান্ডি থেকে উদ্ধার বিষধর গোখরো। পূর্ব বর্ধমানের ভাতারের কিসান মান্ডি থেকে উদ্ধার হয় সাপটি। একটি দোকানের পাশে এক ব্যবসায়ী দেখতে পান সাপটি। ভাতার গ্রামের বাপি সর্দার নামে এক যুবক উদ্ধার করে সাপটিকে।
শনিবার পূর্ব বর্ধমানের ভাতার কৃষি মাণ্ডিতে উদ্ধার হল বিশাল আকৃতির বিষধর সাপ। কৃষি মাণ্ডির একটি দোকানের পাশে বিশাল আকৃতির বিষধর সাপ দেখতে পায় ব্যবসায়ীরা। সাপটির নাম খইরা গোখরো ।এরপর খবর দেওয়া হয় ভাতার গ্রামের বাসিন্দা বাপি সরদার নামে এক যুবককে। তিনি ভাতার কৃষি মাণ্ডিতে গিয়ে ওই বিষধর সাপটিকে উদ্ধার করেন। সাপ থেকে দেখতে ভিড় জমান উৎসুক মানুষজন। বাপি সরদার পেশায় রং মিস্ত্রী। ছোটবেলা থেকেই তাঁর সাপ ধরার নেশা। এলাকার কোন বসতবাড়িতে সাপ বের হলেই তাকে খবর দেওয়া হয়। গত কয়েক বছর ধরে তিনি ভাতারের বিভিন্ন এলাকা থেকে সাপ ধরে সেগুলি জঙ্গলে ছেড়ে দেন। ভাতার কৃষি মাণ্ডিতে বিষধর সাপ বের হওয়া খবর পেয়ে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। বন দফতরের হাতে সাপটি তুলে দেবেন বলে জানান তিনি। তবে পরে সাপটিকে ভাতারের ওড়গ্রাম জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।