কোনও অজুহাতেই আর নিস্তার নেই। লকডাউনের অমান্য করে যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন, তাঁদের রাস্তায় দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করলেন কর্তব্য়রত ট্রাফিক পুলিশকর্মীরা। শহরের সর্বত্রই মোতায়েন পুলিশ, খামতি নেই ধরপাকড়েও। শনিবার এমনই ছবি ধরা পড়ল মালদহে। সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি মাসে ঈদ ও স্বাধীনতা দিবস বাদে অগাস্ট মাসে লকডাউন থাকবে ৭ দিন। বুধবারের পর শনিবার ছিল দ্বিতীয় দিন।