গত বুধবার নানুরের বিজেপিক পথ অবরোধ, তৃণমূল -বিজেপি সংঘর্ষ, তুমুল বোমাবাজি, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় আসরে নেমছে পুলিশ। রাতভর পুলিশি তল্লাশি অভিযানের ফলে মোট ১২ জনকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। এখনও নানুরের বন্দর, পিলখুন্ডি, সাঁকবাহা এই সমস্ত গ্রামে ব্যাপক আতঙ্ক রয়েছে। গ্রামে গ্রামে চলছে পুলিশি টহল। নানুর থানার ওসি-সহ আরও একজন পুলিশকর্মী জখম হয়েছে গতকালের ঘটনায়। গ্রামগুলিতে পুরুষশূণ্য হয়ে গিয়েছে।নানুরের গ্রামগুলিতে থমথমে পরিবেশ।