বাগুইহাটির নিহত ছাত্র অভিষেক নস্করের পরিবারের সঙ্গে দেখা করে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী
বাগুইহাটির নিহত ছাত্র অভিষেক নস্করের পরিবারের সঙ্গে দেখা করে সিপিআইএম নেতৃত্ব | মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, ছা্ত্রনেতা সৃজন ভট্টাচার্য দীর্ঘক্ষণ কথা বলেছেন পরিবারের সঙ্গে | এর পর সাংবাদিক দের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সুজন চক্রবর্তী | তিনি বলেন 'দুঃখ প্রকাশ করা নয়, জবাব দিহি করা পুলিশ মন্ত্রীর কাজ' | 'কেন এটা হল এটা জবাব দিতেই হবে ওনাকে '- সুজন | এর পর তিনি তৃনমূলের দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন |