অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে হড়পা বানে আটকে পড়া এক ছাত্রী ও ছাত্রকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই কলেজ ছাত্রীর সঙ্গে তিন কলেজ ছাত্র বৃষ্টির মধ্যেই বামনি ফলসের নীচে নেমে যান। জলের স্রোত কম থাকায় প্রথম দিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু আচমকা হরপা বান চলে আসায় ফলসের মাঝখানে আটকা পড়ে যান দুই ছাত্র- ছাত্রী। ঝর্নার মাঝখানে আটকে পড়েন আড়ষা থানা এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী পায়েল গরাই ও ছাত্র রাজেশ কর্মকার। শেষ পর্যন্ত ফলসের অন্যপ্রান্তে থাকা তাঁদের তিন সঙ্গী বাঘমুন্ডি থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দড়ি- সহ উদ্ধারের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। ওসি রজত চৌধুরীর তত্বাবধানে উদ্ধার করা হয় দুই ছাত্রছাত্রীকে। প্রসঙ্গত, ২০০৭ সালে অযোধ্যা পাহাড়ের একরা গ্রামের কাছে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় তিনজনের।