ফের অশান্ত বীরভূমের নানুর। এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর মায়ের। মৃতার নাম শঙ্করী বাগদি। ঘটনাটি ঘটেছে নানুরের হাটসেরান্ডি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রাম দখলকে কেন্দ্র করে এদিন অশান্ত হয়ে ওঠে হাটসেরান্ডি গ্রাম। গুলির লড়াই শুরু হয় তৃণমূল এবং বিজেপি-র সমর্থকদের মধ্যে। সেই সংঘর্ষের মধ্যে পড়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, মৃতার ছেলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তা থেকেই এ দিন গ্রাম্য বাবদ শুরু হয়। সেই অশান্তির জেরেই ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি শিবিরের অবশ্য দাবি, ওই গ্রামে বিজেপি-র দাপট বাড়ছিল বলেই সেই আক্রোশ থেকে এ দিন বিজেপি সমর্থকের মাকে গুলি করে খুন করা হয়েছে।