শক্তি বাড়িয়ে ক্রমশ বঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। ঝড় মোকাবিলায় জেলায় জেলায় নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। পুরুলিয়ায় ইতিমধ্যেই পৌঁছিয়েছে এনডিআরএফ টিম। অন্যদিকে উত্তর দিনাজপুরেও চালু হয়েছে কন্ট্রোল রুম। সেই সঙ্গেই মাইকিং -এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। একই ছবি দেখা গেল মালদহে। সেখানে জলস্তর বেড়েছে অনেকটাই। গঙ্গা থেকে সেখানে তুলে নেওয়া হচ্ছে নৌকা।