সংবাদমাধ্যমের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা বৈঠকে বসবেন বলে দাবিতে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে তাঁদের দাবি, আজ নবান্নে কোনও বৈঠকে যাওয়ার কথা নেই তাঁদের। আন্দোলনকারীদের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতেই সরকারের পক্ষ থেকে বৈঠক নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে।
এ দিন সকালে ফের নিজেদের মধ্যে বৈঠকের পরে একটি বিবৃতি জারি করেন আন্দোলনকারীরা। সেখানেই নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানান তাঁরা। সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীকে সমস্যা সমাধানের আর্জিও জানান তাঁঁরা। এর আগে শোনা গিয়েছিল, সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন জুনিয়র চিকিৎসকরা।