আয় বাড়াতে রেলের সংগ্রহশালা এবার ভাড়া দেওয়া হবে। হাওড়ায় রেলের সংগ্রহশালা ভাড়া দেওয়া হবে। সামাজিক অনুষ্ঠানে, এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। তাই নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। ওই সংগ্রহশালায় রয়েছে একাধিক জিনিসপত্র। সেই সমস্ত জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে রেলের ঐতিহ্য। সেই জায়গা ভাড়া দিলে ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।