অফিস টাইমে কর্মরত মহিলা পুলিশ কর্মী পা টিপে দিচ্ছে রেল পুলিসের এসআই-এর। এমনই ঘটনার সাক্ষী থাকল বালুরঘাট স্টেশন। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বালুরঘাট স্টেশনে গত শুক্রবার দুপুরে রেলের রেস্ট রুমের ভিতরে সুকুমার অধিকারী নামে রেলের ওই সাব ইন্সপেক্টরের পা টিপে দিচ্ছিলেন এনভিএফ কর্মী নিন্নি সাহা। সেই ভিডিওই ভাইরাল হয়। এরপরই সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়।
ঘটনার সময় ঘরে আরও অন্যান্য পুলিশ কর্মীও ছিলেন। ভিডিওটি তোলেন তাদেরই কেউ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনা খতিয়ে দেখতে বালুরঘাট স্টেশনে যাবেন মালদা ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ভিডিওটি কী ভাবে সোশ্যাল মিডিয়ায় এল, তাই নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।