রাতভর টানা বৃ্ষ্টিতে ভাসছে বাংলা। পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভবনা গোটা বাংলায়। ১৮ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভবনা। ১৭ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং সহ বেস কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় এখন আকাশ থাকবে মেঘলা। কলকাতায় সর্বচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং সর্বনীম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি -র আশেপাশে।