রামপুরহারহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে গভীর শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়-এর। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মমতা। 'পুলিশ পিকেটিং থাকবে', বললেন মমতা। 'অসুস্থদের সুস্থ করে তুলতে হবে', বললেন মমতা।
রামপুরহারহাটে (Rampurhat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়ে গভীর শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়-এর। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মমতা। 'পুলিশ পিকেটিং থাকবে', বললেন মমতা। 'অসুস্থদের সুস্থ করে তুলতে হবে', বললেন মমতা। বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মমতার। এছাড়াও ৫ লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণা মমতার। মোট ১০ জনকে চাকরি দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্রুপ ডি পদে চাকরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বুধবার রামপুরহাটে যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান এই ঘটনার জন্য তিনি শোকাহত। তবে এই ঘটনার দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানান তিনি। অপ্রত্যাশিত ঘটনা বলেও জানান তিনি। ঘটনার সঠিক তদন্ত যাতে হয় সে ব্যবস্থাও তিনি করবেন বলে জানান। এরপরই বৃহস্পতিবার সেখানে পৌঁছে সেখানকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শুধু তাই নয়, তিনি নিজে এতদিন আসতে পারেননি বলে ঘটনার দিনই ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলেন বলেও জানান মমতা।