এ যেন এক আজব শখ। গাড়ি নয়, ঘোড়ায় সওয়ার করেন রঞ্জিৎ পাল। রায়গঞ্জের মহারাজপুরের বাসিন্দা রঞ্জিত। নিজেই কিনে এনেছিলেন আদরের পোষ্যটিকে। ভালোবেসে নাম দেন তার লাল্টু। এর পরে আর্থিক অবস্থার অবনতি হলেও আদরের পোষ্যটিকে ছাড়তে পারেননি রঞ্জিৎ বাবু। তাঁকে নিয়ে সবাই হাসি-ঠাট্টা করলেও কোনও মতেই দমেননি তিনি। ঘোড়াটি এখন তাঁর পাশাপাশি তাঁর পরিবারে মানুষজনেরও পরম আদরের। সকলে মিলিই তার দেখভাল করে। এখন এই ঘোড়ায় চেপেই দোকান-বাজারে যান রঞ্জিত। এতে পরিবেশ দূষণও হয়না, এমনটাই বলতে শোনা গেল রঞ্জিত বাবুকে।