অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে আবারও অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল মালদা। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে। মহিলা কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভও দেখায় সবাই। এই ঘটনার ওপর লেগেছেন রাজনৈতিক রঙ। গোটা ঘটনায় বিরোধী রাজনৈতিক দল বিজেপি কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেসকে। পাল্টা গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে সাফাইও দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ও ছোট ডিম দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে ডিম ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম-পূর্ব রাড়িয়াল বুথে। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাসের বিরুদ্ধে। লীলা দাস যদিও পচা ডিম দেওয়ার কথাটি স্বীকার করেছেন,তবে তিনি সরাসরি দায় চাপিয়েছেন অঙ্গনওয়াড়ী সেন্টারের রাঁধুনির উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। এর পূর্বে মাস দুয়েক আগেও ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল।