Roundup 2021: বছর শেষে ফিরে দেখা ২০২১, নজরে পশ্চিমবঙ্গের ১২টি বড় ঘটনা

বছর শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। একটা বছর মানে নানান ঘটনা। চলুন ফিরে দেখি ২০২১ এ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। ২০২১-এ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

বছর শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। একটা বছর মানে নানান ঘটনা। চলুন ফিরে দেখি ২০২১ এ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। ২০২১-এ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ২০২১-এ বঙ্গে আছড়ে পড়ে ইয়াস ঝড়। যার জেরে বিপুল ক্ষতিও হয়। পশ্চিমবঙ্গে করোনার জেরে দীর্ঘ ২০ মাস পরে খোলে স্কুল। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবছরই পুনরায় টয়ট্রেন চালু হয় দর্জিলিংয়ে। এই বছরটা বাংলার কাছে এক বড় প্রাপ্তির বছর তা বলাই বাহুল্য। করোনার প্রভাব অনেক কিছুর ওপরেই পরলেও ২০২১-এ ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। রাজনৈতিক মহলে এই বছরে ছিল টানটান উত্তেজনা। নারদ মামলায় গ্রেফতার হন সুব্রত-মদন-শোভন এবং ফিরহাদ। এবছরই নির্বাচনে দারুণ ফল তৃণমূলের। বিধনসভা, উপনির্বাচন এবং পুরভোটে বিপুল ভোটে জয় তৃণমূলের। কয়লা কাণ্ডে অভিষেক এবং রুজিরাকে ইডির জেরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় ২০২১-এ, শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গে বিএসএফ ইস্যু তৈরি হয় এবছরই। বিএসএফ-এর এলাকা বৃদ্ধি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। বিজেপিতে এবছর বড় বদল আসে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বদলে হন সুকান্ত মজুমদার। 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর