যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন অন্বেষা দাস। ডাক্তারি পড়ুয়া অন্বেষা দাস বালির বাসিন্দা। মেয়েকে ফিরে পেয়ে খুশি অন্বেষার মা-বাবা। মেয়ে ফেরার আনন্দে করলেন মিষ্টিমুখ। মেয়েকে নিজের হাতেই মিষ্টি খাইয়ে দিলেন মা-বাবা। অবশেষে চিন্তা থেকে মুক্তি, জানালেন অন্বেষার বাবা।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন অন্বেষা দাস। ডাক্তারি পড়ুয়া অন্বেষা দাস বালির বাসিন্দা। মেয়েকে ফিরে পেয়ে খুশি অন্বেষার মা-বাবা। মেয়ে ফেরার আনন্দে করলেন মিষ্টিমুখ। মেয়েকে নিজের হাতেই মিষ্টি খাইয়ে দিলেন মা-বাবা। অবশেষে চিন্তা থেকে মুক্তি, জানালেন অন্বেষার বাবা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন বালি বাসিন্দা ডাক্তারি পড়ুয়া অন্বেষা দাস। আতঙ্কের সেই কাহিনী এখনো স্পষ্ট তার চোখে মুখে। চোখ বুজলে এখনো যুদ্ধের সেই ভয়াল চিত্র ভাসছে চোখে সামনে। ঘরের মেয়েকে ফিরে পেয়ে উৎকণ্ঠা কাটল বালির দাস পরিবারের। তবু নিজের পরিবারে ফিরে এখনও কাটছে না আতঙ্কের সেই রাতগুলো। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে বালির অন্বেষা শোনালেন সেই ভয়ের কাহিনি। অন্বেষা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভয়ে ভয়ে দিন কাটত। অন্ধকার নামলেই কালো আঁধারে গোটা শহরকে গ্রাস করত। ঘরের ভিতরে সব আলো নিভিয়ে রাখতে হত, এমনটাই ছিল নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নির্বিঘ্নে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের সেখানে পাঠিয়ে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে কেন্দ্র। ইউক্রেনের গোটা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার।