একে একে ইউক্রেন থেকে দেশে ফিরছেন ভারতীয়রা। আতঙ্ক কাটিয়ে অবেশেষে ঘরে ফিরছেন ভারতীয়রা। ইউক্রেন থেকে ফিরলেন পিন্টু কুমার পাসোয়ান। পুরুলিয়ার শালতোড়ের বাসিন্দা পিন্টু কুমার পাসোয়ান। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ায় ফিরেছেন পিন্টু। বাড়ি ফিরতেই ফুলের মালা পরিয়ে পুন্টুকে বরণ করা হয়।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পুরুলিয়ার বাড়ি ফিরলেন ডাক্তারি পড়ুয়া পিন্টু কুমার পাসোয়ান। দিন রাত আতঙ্কে থেকেও আজ রাতে বাড়ির ছেলেকে বাড়িতে পেয়ে পরিবারে খুশীর হাওয়া। যুদ্ধবিধ্বস্ত সুদূর ইউক্রেন থেকে পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরলেন ডাক্তারি পড়ুয়া। পিন্টু কুমার পাসোয়ান নামে ওই ডাক্তারি পড়ুয়ার বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার শালতোড় গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পারবেলিয়া নিউ কলোনিতে।২৪ বছর বয়সী পিন্টু ইউক্রেনে ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল ম্যাডিকেল ইউনিভার্সিটির এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র।পিন্টু বৃহস্পতিবার রাঁচি হয়ে পুরুলিয়ার নিতুরিয়া থানার নিউকলোনীর বাড়িতে ফিরলেন।পিণ্টু বাড়ি ফেরার বর্ননা দিতে গিয়ে জানান। ইভানা থেকে বাসে সে প্রথমে রোমানিয়া বোর্ডারে পৌঁছায়। সেখান থেকে তাঁকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।সেখানে ১৬ ঘণ্টা তাঁকে অপেক্ষা করতে হয়। সেখান থেকে বিমানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রাঁচি পৌঁছায়। তারপর পুরুলিয়ার নিতুড়িয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাকওয়ার্ড ক্লাস ওয়েলফারে আধিকারিক সুব্রত মন্ডল পিন্টু পাসওয়ানকে সঙ্গে নিয়ে পারবেলিয়ার নিউ কলোনির বাড়িতে ফেরেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পিন্টুকে সম্বর্ধনাও দেওয়া হয়।নিতুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার সামন্ত পিন্টুর বাবা অশোক পাসওয়ান সহ অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন। আগামী দিনে পিন্টুর পরিবারের কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিডিও।