ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সোদপুরের ঋত শাহ। সোদপুর গির্জা এলাকার বাসিন্দা ঋত। মেয়ে ফেরার আনন্দে আত্মহারা মা-বাবা। মেয়ে ফেরার আনন্দে সেজে উঠেছে বাড়ি। বাড়ি ফিরে ইউক্রেনের অভিজ্ঞতার কথা জানালেন ঋত। সেখানে কতটা আতঙ্কে দিন কেটেছে জানালেন সেকথা।
তিন বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেন গিয়েছিল সোদপুর গির্জা এলাকার ঋত শাহ। ইউক্রেনে যুদ্ধের সময় আতঙ্কে ছিলেন ঋত শাহ ও তাঁর সহপাঠীরা। বৃহস্পতিবার রাতে ইউক্রেন থেকে বিমানে করে ফেরেন কলকাতা বিমানবন্দরে। তার পর সেখান থেকেই তার বাড়িতে ফিরে আসেন ঋত। ইউক্রেনে যুদ্ধের সময় অভিজ্ঞতা জানালেন ডাক্তারি পড়ুয়া ঋত শাহ। এরকম যুদ্ধ পরিস্থিতিতে মেয়ের বাড়িতে ফিরে আসায় খশি ঋতের বাবা-মা সহ বাড়ির অন্যান্য সদস্যরা।