আচমকা আগুন লেগে ভষ্মীভূত হল একটি চলন্ত স্করপিও গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক ও এক আরোহী। ঘটনটি ঘটেছে হুগলির গোঘাটের মদিনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদিনা এলাকার বাসিন্দা কাজল কোলে তাঁর ওই স্করপিও গাড়ি নিয়ে জয়রামবাটিতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় হঠাৎই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাণে বাঁচাতে তড়িঘড়ি চালক ও কাজলবাবু গাড়ি থেকে দ্রুত লাফ দিয়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান। গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলের চেষ্টায় জ্বলন্ত গাড়িটির আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করে। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গাড়ির মালিক কাজলবাবুর দাবি, শর্ট সার্কিট থেকেই সম্ভবত গাড়িটিতে আগুন লেগেছে।