শুক্রবার রাতে কলকাতা থেকে পুরুলিয়ায় ফিরছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ফিরতি পথে জাতীয় সড়কের ওপর রাত্রি প্রায় সাড়ে ৯টা নাগাদ বাঁকুড়ার ছাতনা থানার জগন্নাথপুর এলাকার রাস্তায় জটলা দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। গাড়ি থেকে নেমে সাংসদ দেখেন এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি রাস্তার উপরে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছেন। এরপর তিনি আহত ব্যাক্তিকে নিজের গাড়িতে তুলে নেন। সেখান থেকে তিনি ওই ব্যক্তিকে সোজা নিয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতলে। হাসপাতলে আহত ব্যাক্তিকে নিয়ে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও তিনিই করেন। আহত ব্যক্তির চিকিতসা ব্যবস্থা করে ফের সাংসদ রওনা দেন পুরুলিয়ার উদ্দেশ্যে।