শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় এর পোস্টার নিয়ে রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে। এবার সেই জল্পনাই আরো বাড়ল দু'জনের একসঙ্গে ছবি দেওয়া পোস্টার। দলীয় কোনো প্রতীক ছাড়া শুভেন্দু ও রাজীবের পোস্টার দেখা গেল এবার। পোস্টারে পাশাপাশি দু'জনের ছবি। সেই সঙ্গেই লেখা 'দাদা তুমি এগিয়ে চল আমরা তোমার সাথে আছি।' শনিবার সকালে এমনই কিছু পোস্টার দেখা গেল শিবপুর বিধানসভা এলাকার রামরাজাতলায়। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। শহরের বুকে বারবার এই পোস্টার ভাবাচ্ছে সকলকেই। কিছুদিন আগে প্রথমে শুভেন্দু অধিকারীর ব্যানার দেখা গিয়েছিল হাওড়া শহরে। এরপর বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর পোস্টার লাগানো হয়েছিল শহরের বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের কাছেও। এবার দুই নেতার পোস্টার একই সঙ্গে। এখন এই ঘটনাই রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলাই যায়।